• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

রাতে ফের বন্ধ থাকছে ‘মা’ উড়ালপুল

এই ঘটনায় যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু মা উড়ালপুলের কোনও ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা মানে গোটা উড়ালপুল বন্ধ রাখা নয়। সেহেতু একাংশ বন্ধ থাকলে মা উড়ালপুলের উপর সরাসরি চাপ বাড়বে।

ফাইল চিত্র

সন্ধ্যার পর ‘মা’ উড়ালপুল বন্ধ করে দেওয়া নিয়ে পুলিশের তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ‘‌সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের শুধু একটাই কাজ, বন্ধ করে দেওয়া।’‌ তাঁর ধমক খেয়ে রাতে খুলে দেওয়া হয় এই উড়ালপুলের ফ্ল্যাঙ্কগুলি। তখন নিষেধাজ্ঞা উঠে গিয়ে দিনে–রাতে মা উড়ালপুল দিয়ে দেদার মোটরবাইক যেতে শুরু করে।

প্রসঙ্গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও ভিআইপি গেলে বাড়িঘর, দোকানপাট সব বন্ধ করে দেয়। সেসব চালু রেখে কি করা যায় না? মা উড়ালপুল, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেঁধে দিতে হবে। ফাঁকা জায়গা ব্লক করতে হবে। যাতে কেউ গাড়ি না ঘোরাতে পারেন‌।’‌

কিন্তু ফের পুলিশের এই সিদ্ধান্তে বদল হয়েছে। অর্থাৎ রাতে আট ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের বাইপাসগামী ফ্ল্যাঙ্ক। অর্থাৎ রোজ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই ফ্ল্যাঙ্কটি বন্ধ থাকবে। আর বিপরীতমুখী ফ্ল্যাঙ্কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। যা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। কারণ ওই বাইপাসগামী ফ্ল্যাঙ্ক দিয়েও প্রচুর মোটরবাইক যাতায়াত করে। নতুন সিদ্ধান্তের ফলে সেগুলি রাতে যাতায়াত করতে পারবে না। পুলিশের পুনরায় এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

তাছাড়া এই ঘটনায় যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু মা উড়ালপুলের কোনও ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা মানে গোটা উড়ালপুল বন্ধ রাখা নয়। সেহেতু একাংশ বন্ধ থাকলে মা উড়ালপুলের উপর সরাসরি চাপ বাড়বে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, উড়ালপুলের কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব মেরামত না করা গেলে ক্ষতি হয়ে যেতে পারে মা উড়ালপুলের ফ্ল্যাঙ্কটির। এইসব ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতির কাজ করা হবে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মা উড়ালপুলের এই ফ্ল্যাঙ্কে স্বাভাবিক যাতায়াত করা যাবে। আর বিপরীতমুখী ফ্ল্যাঙ্কটি দিয়ে যানবাহন চলাচলের জন্য সব সময়ই খোলা থাকবে।

কিন্তু তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞার জেরে কোনও বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে? লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশ বিকল্প রুটের ব্যবস্থা করেছে। যেমন- এজেসি বোস উড়ালপুল, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, দরগা রোড, পিসি কানেক্টর হয়ে ইএম বাইপাস যেতে পারবে যানবাহনগুলি। যেহেতু ‘মা’ উড়ালপুল ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে। সেক্ষেত্রে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।