• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বর্ষার আগেই বিশেষ সুরক্ষাকবচ পাবে বাতিস্তম্ভ

প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচার করা হবে যে, হুকিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি প্রাণহানির কারণ হতে পারে।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

প্রতি বছর বর্ষাকালে শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। বিগত কয়েক বছরে এমন অনেক দুর্ঘটনাই ঘটেছে। এবার সেই বিপদ এড়াতে নতুন পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। রাস্তার বাতিস্তম্ভগুলিতে বসানো হবে বিশেষ ধরনের কভার, যা বিদ্যুৎ অপরিবাহী। এর ফলে বৃষ্টির সময় কেউ ভুলবশত বাতিস্তম্ভ ছুঁলেও তড়িদাহত হওয়ার ভয় থাকবে না। বর্ষার আগেই এই প্রকল্প শেষ করতে চাইছে পুরসভা।

এছাড়া, শহরের প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথাও বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে কি না কিংবা বাতিস্তম্ভগুলির ‘আর্থিং’ সঠিক আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

পুরসভা সূত্রে খবর, শহরের রাস্তায় প্রায় তিন লক্ষ বাতিস্তম্ভ রয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে এই সংক্রান্ত কাজ শুরু করবে পুরসভা। আর ১৫ মে থেকে জনসচেতনতামূলক প্রচার চালানো হবে। আগেও বিদ্যুতের খোলা তার ঢাকতে টেপ ব্যবহার করা হয়েছিল, তবে বৃষ্টির জল লাগলে সেই টেপ খুলে যায়। এবার তাই স্থায়ী সমাধানের জন্যই আসছে বিশেষ কভার।

পুরসভা সূত্রের খবর, কম খরচে প্লাস্টিকজাতীয় এক ধরনের সুরক্ষাকবচ ব্যবহার করা হবে। পুরসভার আলোক বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী জানিয়েছেন, ‘তড়িদাহত হয়ে মৃত্যু আটকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কভার লাগানোর বিষয়ে আলোচনা চলছে, খুব শীঘ্রই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

এছাড়াও, প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচার করা হবে যে, হুকিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি প্রাণহানির কারণ হতে পারে। পাশাপাশি, বাতিস্তম্ভের ফিডার বক্স মাটি থেকে উঁচু করে বসানো হবে, যাতে জল জমলেও বিদ্যুৎ সংযোগে কোনও সমস্যা না হয়। এই উদ্যোগে বিদ্যুৎ চুরিও রোধ করা যাবে বলে মনে করছে পুরসভা।