শহরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পথদুর্ঘটনা। কখনও সামান্য চোট, কখনও আবার দুর্ঘটনায় দিতে হচ্ছে প্রাণের খেসারত। ঠিক যেমন সপ্তাহের শুরুতেই শহরে বাসের ধাক্কায় মৃত্যু ঘটেছে দুই মহিলার। তাই এবার শহরের কোন অংশে বিশেষ করে জনবহুল এলাকায় গাড়ির গতি কত থাকবে, তা নির্ধারণ করেদিল কলকাতা ট্রাফিক পুলিশ। সোমবারই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফ থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জনবহুল এলাকায় কোথাও গাড়ির সর্বোচ্চ গতি করা হয়েছে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও আবার গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে ৫০-এ। ট্রাফিক বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ভাঙড় ট্রাফিক গার্ডের অন্তর্গত এলাকায়। যার মধ্যে আবু হুডা রোডের জন্য গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাসন্তী হাইওয়ে, বাবুরাম ঘোষ রোড, চণ্ডী ঘোষ রোড, ঘটকপুকুর রোডের ক্ষেত্রেও গতির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩৫ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে।
এ ছাড়া, কালীঘাট রোডের কাছে সমস্ত গাড়ির জন্য সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তা ছাড়া, কুলটি রোড এবং কালীতলা জীবনতলা রোডের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা রাখা হয়েছে ৩০। অন্যদিকে কসবা ট্রাফিক গার্ডের অন্তর্গত বঙ্কু বিহারী চ্যাটার্জি রোডের ক্ষেত্রেও সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্গাপুর ব্রিজের চেতলা এলাকার জন্য গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিলজলা ট্রাফিক গার্ডের নিউটাউন রোডের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।