• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিতর্কিত ইস্যুতে দলের পাশে নেই ‘টালিগঞ্জের বাবু/বিবিরা’! অভিযোগ কুণালের; একহাত নিলেন অরিজিৎ সিংকেও

মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে 'চুপ' করে থাকার জন্য এদিন এক্স হ্যান্ডেলে অরিজিৎকে একহাত নেন কুণাল ঘোষ

মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গকে নিয়ে কুৎসা করা হলে ‘টালিগঞ্জের বাবু/বিবিরা’ কোনও পদক্ষেপ করেন না বলে এদিন অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি ছবি মুক্তি পেতে চলেছে। সনোজকুমার মিশ্র পরিচালিত এই ছবিটির মুক্তি আটকাতে হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত ছবি মুক্তির ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করেনি। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ছবি প্রসঙ্গেই টলিপাড়়ার অভিনেতা, পরিচালকদের আক্রমণ করলেন কুণাল ঘোষ। যদিও এই সিনেমাটির নাম উল্লেখ করেননি তিনি। কুণাল এদিন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর অভিযোগ, দলের সুসময় টালিগঞ্জের কলাকুশলীদের বিভিন্ন মঞ্চে, ছবিতে দেখা যায়। কিন্তু বিতর্কিত কোনও ইস্যুতে তৃণমূলের পাশে তাঁরা দাঁড়ান না। পাশাপাশি মমতা ব্যানার্জির বায়োপিক বা তৃণমূলের ভাবমূর্তি ভালো হবে এরকম কোনও ছবি বানানোর উদ্যোগও কেউ নেন না। টলিপাড়ার কলাকুশলীদের পাশাপাশি এদিন গায়ক অরিজিৎ সিংকেও আক্রমণ করেন কুণাল।

তিনি লেখেন, ‘মম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যারা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূল পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।’

আর জি কর হাসপালাতে তরুণী চিকিৎসক–পড়ুয়া খুনের ঘটনার প্রতিবাদে সম্প্রতি একটি গান গেয়েছেন গায়ক অরিজিৎ সিং। এ প্রসঙ্গে, মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে ‘চুপ’ করে থাকার জন্য এদিন এক্স হ্যান্ডেলে অরিজিৎকে একহাত নেন কুণাল ঘোষ। কুণাল লেখেন , ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি ছবি দেশে মুক্তি পাচ্ছে বলে অভিযোগ এনেছেন কুণাল। এই জন্য বাংলা ছবির সঙ্গে যুক্ত বিশেষ করে তৃণমূলের ঘনিষ্ঠদের অবিলম্বে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। প্রতিবাদে যে সকল ‘সুবিধাবাদী’দের দেখা যাবে না তাঁদের চিহ্নিত করারও হুঁশিয়ারি দেন কুণাল। এদের ‘দলের বোঝা’ বলেও মন্তব্য করেন তিনি। যদিও তাঁদের মধ্যে কয়েকজনকে আন্তরিক বলে মনে করেন এই তৃণমূল নেতা। কিন্তু ক্ষমতাশালী তারকাদের নিয়ে দলকে ভাববার পরামার্শ দেন তিনি। পাশাপাশি টালিগঞ্জের ছোটো ও বড় পর্দার তারকাদের চেয়ে টেকনিশিয়ানদের এগিয়ে রেখেছেন কুণাল। তাঁর কথায়, ‘বরং টেকনিশিয়ানরা অনেক বেশি দরদী।’