• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ফের কলকাতায় অস্ত্র উদ্ধার, আনন্দপুর থেকে গ্রেপ্তার ২

খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বন্দুক-সহ দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার আনন্দপুর থেকে তাঁদের ধরে পুলিশ।

খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বন্দুক-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার আনন্দপুর থেকে তাঁদের পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় ১০টি আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, ধৃতরা অস্ত্র হ্যান্ডেলার। এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র পাঠানোর উদ্দেশে এখানে এসেছিলেন। ধৃতরা কোথায় যাচ্ছিলেন, কোথা থেকেই বা আসছিলেন, এত অস্ত্র নিয়ে যাওয়ার কারণই বা কী, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, নাশকতার কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার বিভিন্ন প্রান্তে সার্চ অপারেশন চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই তল্লাশি চলাকালীন রবিবার অস্ত্র বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের এসটিএফ। বাসন্তী হাইওয়ের দিকে যাওয়ার পথে আনন্দপুরের নোনাডাঙা থেকে ওই দু’জনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় তাঁদের।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম আজিজ মোল্লা, বয়স ৩৬ বছর। তিনি হুগলির বাসিন্দা। তাঁর কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আজিজের সঙ্গী পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা ময়না মাজিকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পেতে চায় এসটিএফ।

শুক্রবারই প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি সেভেন এমএম বন্দুক, দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃত মোবারক হোসেন ওরফে সাহেব শেখ এবং আব্রাহিম শেখের বয়স ২৫-এর আশপাশে। তাঁরা দু’জনেই মালদহের কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার আগে গত ২৭ জানুয়ারি বৈঠকখানা রোডে অস্ত্র-সহ ৫ জন ধরা পড়ে। ৯ নভেম্বর শিয়ালদহ থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয় একজনকে।