• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার মালদহের ২ যুবক

প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি সেভেন এমএম বন্দুক, দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

কলকাতা থেকে ফের অস্ত্র উদ্ধার হল। প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি সেভেন এমএম বন্দুক, দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতরা কী কারণে অস্ত্র রেখেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে কোনও নাশকতার ছক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্র আইনে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ এবং আব্রাহিম শেখ। তাঁদের বয়স ২৫-এর আশপাশে। তাঁরা দু’জনেই মালদহের কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যুবককে আটক করে পুলিশ। এরপর তল্লাশি শুরু হয়। ধৃত মোবারকের থেকে একটি সেভেন এমএম পিস্তল ও দুটি ভর্তি কার্তুজ এবং আব্রাহিমের থেকে একটি খালি কার্তুজ ও একটি পিস্তল পাওয়া যায়। এরপর কলকাতা পুলিশের এসটিএফ তাঁদের গ্রেপ্তার করে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁরা কোথা থেকে এই পিস্তলগুলি পেলেন? কী কারণে সেগুলি সঙ্গে রেখেছিলেন? মালদহ থেকে কোনও বিশেষ উদ্দেশ্যেই কলকাতা এসেছিলেন কি না? কোনও অপরাধের ছক ছিক কি না, সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃত দুই যুবককে আদালতে তোলা হয়।