• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

বর্ষার আগে খাল সংস্কারে উদ্যোগী কলকাতা পুরসভা

বর্ষায় শহর কলকাতায় জলজটের চেনা ছবি এবার বদলাতে চলেছে। বিশেষত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বর্ষার সময় এই জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের।

ফাইল ছবি

বর্ষায় শহর কলকাতায় জলজটের চেনা ছবি এবার বদলাতে চলেছে। বিশেষত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বর্ষার সময় এই জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা।

পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ জানিয়েছেন, ৩ এপ্রিল থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। মূলত দক্ষিণ কলকাতার জোকা অঞ্চলের নিকাশি ব্যবস্থার উপর বিশেষ নজর দিচ্ছে পুরসভা। জোকার ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডে নিকাশির প্রধান ভরসা বিভিন্ন খাল। কিন্তু এই খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় বর্ষার সময় জল বের হতে পারে না, যার ফলে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, চড়িয়াল খাল, রানিয়া খাল ও জুলপিয়া খালের সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু এই খালগুলোর সঙ্গে যুক্ত অন্যান্য খালের সংস্কার হয়নি। ফলে জল নিষ্কাশনের সমস্যা থেকেই গিয়েছে। এবার কলকাতা পুরসভা সেই সব সংযুক্ত খালগুলোর সংস্কারের উদ্যোগ নিয়েছে। ১৬ নম্বর বোরোর আওতায় থাকা মোট ১২টি খাল সংস্কার করা হবে। এই প্রকল্পে খরচ হবে প্রায় ১৫০ কোটি টাকা।

এই কাজের জন্য কলকাতা পুরসভা কেইআইপি-র অধীনে কাজ করবে। খাল সংস্কারের জন্য যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য আগেভাগেই ড্রোন উড়িয়ে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার রিপোর্ট হাতে পেলেই পুরোদমে শুরু হবে সংস্কারের কাজ।

এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে দক্ষিণ কলকাতার বহু এলাকাবাসী বর্ষার জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ কতটা সম্পন্ন করতে পারে পুরসভা।