কলকাতা পুরসভার সড়ক বিভাগ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মেরামতি ও উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু করেছে। যানজট কমানো, রাস্তার স্থায়িত্ব বাড়ানো এবং পথচারীদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় রাস্তা পুনর্নির্মাণ, মেরামতি ও নতুন প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ব্যস্ততম রাস্তা গুলির মধ্যে, এ.কে. রোড থেকে ১২ নম্বর বাসস্ট্যান্ড, বসুন্ধরা পার্ক এলাকা, রেলওয়ে লাইন রোড, বানতলা এবং প্রিমিয়াম হাবর ৩৫বি ও ৩৬বি সংলগ্ন পথগুলিতে সংস্কার কাজ চলছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার জন্য রাস্তার পুরনো ঢালাই নতুনভাবে সংস্কার করা হচ্ছে। যাতে গর্ত, খাদ বা খানাখন্দের সমস্যা না থাকে।
এছাড়াও, রাস্তা সংস্কারে নতুন কৌশলও অবলম্বন করছে পুরসভার সড়ক বিভাগ। “মোবাইল হট মিক্স প্ল্যান্ট” ব্যবহার করে চলমান যান চলাচলের মাঝেই রাস্তা মেরামতির কাজ করা হচ্ছে। যাতে দিনের ব্যস্ত সময়ে যানজটের সমস্যা না হয়। এই মোবাইল প্ল্যান্টের মাধ্যমে দ্রুততার সঙ্গে রাস্তার গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হচ্ছে। শহরের কিছু এলাকায় বিশেষ প্রযুক্তির ব্যবহারে রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে বিটুমিনাস অ্যাসফাল্ট তৈরি হচ্ছে। পরীক্ষামূলকভাবে নেতাজি সুভাষ রোডে এই প্রযুক্তি প্রয়োগ করে ইতিমধ্যে রাস্তার একাংশ তৈরি করা হয়েছে। যা বেশ টেকসই প্রমাণিত হয়েছে। পৌরসংস্থার পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও এলাকায় এই পদ্ধতি প্রয়োগ করা হবে।
এদিকে, যানজট এড়াতে এবং রাস্তার আয়ু বাড়াতে শহরের বিভিন্ন ওভারব্রিজ ও ফ্লাইওভারের উপরে থাকা ত্রুটিপূর্ণ বিটুমিন ঢালাই সরিয়ে নতুনভাবে ঢালাই করা হচ্ছে। সড়ক বিভাগ জানিয়েছে, লেন স্ট্রিট, টালা ব্রিজ, বিবেকানন্দ রোড, আলিপুর রোড, গোবিন্দ আড্ডি রোড -সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার চলছে।
এছাড়া, যানজট নিয়ন্ত্রণে রাখতে শহরের নতুন ও পুরনো বেশ কিছু রাস্তা চওড়া করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কলকাতার রাস্তার গুণগত মান বাড়বে এবং সাধারণ মানুষ আরও আরামদায়ক পথ চলার সুবিধা পাবেন।