শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে সিধু কানু বিরসা মঞ্চে জঙ্গলমহল উদ্যোগের পক্ষ থেকে আয়োজন করা হয় তিন দিনের জাতীয় জঙ্গল মহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা। ২২, ২৩, ২৪ সে নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মেলা প্রাঙ্গণে জঙ্গলমহলের হস্তশিল্পী দিয়ে তৈরি সামগ্রী বিক্রি করার জন্য স্টল রয়েছে, তেমনি অন্যান্য স্টল ও রয়েছে। তিন দিন ধরে ঝুমুর, বাউল, ছৌ নৃত্ত, রনপা সহ জঙ্গলমহলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মেলা কমিটির উদ্যোক্তারা।
জঙ্গলমহলের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে এই মেলায় তুলে ধরা হয়েছে। শুক্রবার জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈবউদ্ভিদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জঙ্গলমহল শালবনির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি ওই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন জঙ্গলমহল উদ্যোগ কলকাতার মোহরকুঞ্জে জাতীয় জঙ্গলমহল উৎসব ও উদ্ভিদ মেলার আয়োজন করেছে।
তিনদিন ধরে চলবে জাতীয় জঙ্গল মহল উৎসব ও মেলা। জঙ্গলমহলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে এই মেলায় প্রাধান্য দেওয়ায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান, সেই সঙ্গে তিনি জাতীয়জঙ্গল মহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলার সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি কলকাতা শহর বাসীকে ওই মেলায় গিয়ে মেলার আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানান।