বাড়ছে না মেট্রো রেলের ভাড়া! ১০ ডিসেম্বরের রাত থেকেই ভাড়া বাড়বে, এমনটাও জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রাত্রিবেলা যাত্রীদের যাতায়াতে যাতে সুবিধে হয়, তার জন্য রাত ১০টা ৩০ মিনিটের পর থেকে বিশেষ মেট্রো পরিষেবা চালু হয়েছিল। কিন্তু তাতে যাত্রী হচ্ছিল না তেমন। তাই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল তারা।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, রাত্রের শেষ মেট্রোতে প্রত্যাশামত যাত্রী হচ্ছে না। তাই শেষ মেট্রোর ক্ষেত্রে টিকিটপ্রতি ভাড়া ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর রাত থেকে তা কার্যকর হবে। তবে, সারাদিনের বাকি মেট্রোর ভাড়া একই থাকবে। কিন্তু অপর একটি নির্দেশিকা প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ভাড়া বাড়ছে না এক্ষুণি। ফলে শেষ মেট্রোর ভাড়াও দিনের বাকি মেট্রোর সঙ্গে সমান থাকছে।
ভাড়া বাড়ানোর সিদ্ধান্ততে বেসরকারিকরণের জল্পনা শুরু হয় নিত্যযাত্রীদের মধ্যে। কলকাতা মেট্রো বেসরকারি হাতে যেতে চলেছে কিনা, তাই নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। যাত্রীর চাপ বাড়লেও অনেক স্টেশন থেকে বুকিং কাউন্টার তুলে দিয়ে জোর দেওয়া হচ্ছে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটায়, বা অনলাইন মাধ্যমে টিকিট বুক করানোতে। এই নিয়েও দোলাচলের মধ্যে পড়েন নিত্যযাত্রীদের একাংশ। অনেকেরই ধারণা, পর্যাপ্ত কর্মীর অনুপস্থিতিতেই এহেন সিদ্ধান্ত।
এই প্রেক্ষিতেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ রাতের শেষ মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তবে কী কারণে এহেন মতবদল কর্তৃপক্ষের, তা জানা যায়নি। কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের পিছনে নিহিত কোনও কারণও দর্শায়নি।