আগামী ১৯ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে শুরু হচ্ছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো আগামী বৃহস্পতিবার ১৪ তম এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু সমাজের সংস্কৃতির কথা মাথায় রেখে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসবের সূচনা করেন। এবার এই উৎসব ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পণ করতে চলেছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং এপিজে সুরেন্দ্র গ্রুপের সম্মিলিত উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ১৯ ডিসেম্বর বিকেল ৪টে ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন। এরপর উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার এই উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের বন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ার পার্সন ড. মারিয়া ফার্নান্ডেজ এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বৈঠকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুসরণ করে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে এই উৎসবকে আনন্দমুখর ও সর্বজনগ্রাহ্য় করে তোলায় একমাত্র লক্ষ্য।
জানা গিয়েছে, ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আলোকমালায় সজ্জিত থাকবে। এই বছর আলোক সজ্জার মাধ্যমে ‘বো ব্যারাক’-এর ঐতিহ্যকে তুলে ধরা হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্যামাক স্ট্রিট এলাকায় একটি মজাদার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
১৯ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্রিসমাস কমিটি ঐদিন সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করবে। যেটি ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০ ডিসেম্বর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী রিমো ফার্নান্ডেজ সহ রাজ্যের অন্যান্য বিখ্যাত শিল্পীরা। তবে ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক পুরোপুরি বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়া আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। যেটি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে পর্যটন দপ্তর যৌথভাবে আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন।
কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে অ্যালেন পার্ক অঞ্চলে পর্যটন বিভাগের তথ্য সম্বলিত কিয়স্ক, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন পর্ষদের স্টল এবং ফার্স্ট এইড স্টল বসানো হবে। এই স্টেলগুলির ৯০ শতাংশ মহিলা পরিচালিত হবে। এছাড়া রাজ্যে ক্রিসমাস উৎসব উপলক্ষে কলকাতা ছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগরের গির্জাগুলিও আলোয় সেজে উঠবে।