• facebook
  • twitter
Wednesday, 13 November, 2024

হাওড়া থেকেই মেট্রোপথে কলকাতা বিমানবন্দর পরিষেবা চালুর আগে বড় পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

হাওড়া থেকে মেট্রোয় চেপে সোজা কলকাতা বিমানবন্দর। এ যেন সোনায় সোহাগা। খুব শীঘ্রই এই সুবিধা পেতে চলেছেন যাত্রীরা।

হাওড়া থেকে মেট্রোয় চেপে সোজা কলকাতা বিমানবন্দর। এ যেন সোনায় সোহাগা। খুব শীঘ্রই এই সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। এই লাইনে দ্রুত পরিষেবা শুরুর কাজ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে বলেই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত মেট্রোর লাইন পাতার কাজ ইতিমধ্যেই শেষ। এবার দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট লাইনে প্রথমবারের জন্য ট্রলি ইনস্পেকশন সারলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।
সোমবার কলকাতা মেট্রোরেলের ইয়েলো লাইনের অন্তর্গত দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৪ কিলোমিটার অংশ পরিদর্শন করেন তিনি। এর পাশাপাশি নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্তও মেট্রো লাইন পরিদর্শন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। সোমবার নোয়াপাড়া থেকে একটি মেট্রো রেকে চেপে এই যাত্রাপথ পরিদর্শন করেন পি উদয়কুমার রেড্ডি সহ মেট্রো রেলেন অন্য উচ্চপদস্থ কর্তারা। ওই মেট্রো রেকে চেপেই ৩ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে ট্রলিতে করে জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশনে যান। এয়ারপোর্ট মেট্রো স্টেশন সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্ল্যাটফর্ম, মেঝে, প্রবেশ পথ, বাহির পথ এবং সাবওয়ের কাজও খতিয়ে দেখেন তাঁরা।
যাত্রীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, নোয়াপাড়া-বারাসত মেট্রো লাইন অর্থাৎ ইয়েলো লাইনের অন্তর্গত নোয়াপাড়া-এয়ারপোর্ট লাইনে মেট্রো পরিষেবা কবে থেকে চালু হবে? এই ৭ কিলোমিটার অংশে কবে থেকে পরিষেবা শুরু, সেই নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। কারণ চলতি বছর দুর্গাপুজোর মধ্যেই এই লাইনে পরিষেবা চালুর পরিকল্পনা গৃহীত হয়েছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই পরিকল্পনা পূরণ করতে ব্যর্থ হয় মেট্রো কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে, এই ইয়েলো লাইনের হাত ধরেই এয়ারপোর্ট মেট্রো স্টেশনের বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। এই এয়ারপোর্ট স্টেশনকে দু’টি লাইন যুক্ত করছে। একদিকে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডর এবং ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডর। মেট্রো রেল সূত্রে খবর, ইয়েলো লাইনের অংশেই এই মেট্রোর আগে চালু করা হবে।
এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন একবার চালু হয়ে গেলেই হাওড়া থেকে কলকাতা বিমানবন্দরে মেট্রো করেই পৌঁছতে পারবেন যাত্রীরা। হাওড়া থেকে মেট্রো ধরে যেতে হবে এসপ্ল্যানেড। সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়া যেতে হবে। সেখান থেকেই ইয়েলো লাইনের মেট্রো ধরে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন কলকাতা বিমানবন্দরে। একইভাবে অরেঞ্জ লাইন চালু হলে নিউ গড়িয়া থেকেও নোয়াপাড়া হয়ে পৌঁছনো যাবে কলকাতা বিমানবন্দরে। এই পরিষেবা চালু হলে কোনওরকম যানজট ছাড়াই হাওড়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনো সহজ হবে।