মঙ্গলবার রাতে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম দীপন প্রামাণিক (৩৫)। তিনি শ্যামবাজার স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, দীপনের স্ত্রী নার্সিং স্টাফ। তিনি নিজেও কাজ করতেন এক বেসরকারি বিমা সংস্থায়। এদিন রাতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে আত্মহত্যার পিছনে কী কারণ, তা জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।