কলকাতার বিভিন্ন এলাকায় প্রোমোটারদের দখলদারি বাড়ছে, যার ফলে গরিব মানুষরা নিজেদের ভিটেমাটি হারাচ্ছেন। এবার সেই প্রক্রিয়ায় লাগাম টানতে চাইছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, শহরের দরিদ্র মানুষদের সুরক্ষায় প্রশাসন পুরোপুরি তাঁদের পাশে থাকবে। উন্নয়নের স্বার্থে এই সমস্ত বস্তিবাসীদের উত্তরণ প্রকল্প ও ঠিকার আওতাভুক্ত করা হবে। যাতে তাঁদের বসবাসের অধিকার সুরক্ষিত থাকে।
তিনি জানান, প্রোমোটারদের দৌরাত্ম্য বন্ধ করতে এবং গরিব মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে তাঁদের স্থায়ী ঠিকানা দেওয়া হবে। এতে ভবিষ্যতে তাঁরা আর উচ্ছেদের মুখে পড়বেন না। শুধু চক্রবেড়িয়া লেন নয়, শহরের ৭২ নম্বর ওয়ার্ডের দুটি বস্তির অবস্থাও ভয়াবহ। সেখানে প্রোমোটারদের ভয়ে অনেক গরিব মানুষ টাকা নিয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন।
সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম চক্রবেড়িয়া লেনে গিয়ে স্থানীয়দের সমস্যা শোনেন। বাসিন্দারা অভিযোগ করেছেন, কিছু প্রোমোটার টাকা দিয়ে গুন্ডামি করিয়ে বস্তির মানুষদের ভয় দেখাচ্ছে এবং জোর করে উচ্ছেদ করছে। তাঁদের সন্দেহ, সম্প্রতি যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটাও প্রোমোটারদের কাজ। যদিও পুলিশ বিষয়টি তদন্ত করছে, কিন্তু স্থানীয়দের আতঙ্ক কাটছে না।
এদিন মেয়র স্পষ্ট বলেন, ‘আমরা মুম্বাইয়ের মতো দর্শক হয়ে বসে থাকতে পারবো না। ধারাবির মতো বস্তি গড়ে উঠতে দেব না। তাঁরা আমাদের মতোই কলকাতার নাগরিক। তাঁদের থাকার দায়িত্ব আমাদের।’ তাঁর এই আশ্বাসে বস্তিবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।