• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এই জন্যেই আমাদের ‘চোরপোরেশন’ বলে! বিল্ডিং বিভাগের কাজ নিয়ে ক্ষুব্ধ মেয়র

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার ডিজি বিল্ডিংয়ের উপর ক্ষোভ উগরে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার ডিজি বিল্ডিংয়ের উপর ক্ষোভ উগড়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে পুরসভার অফিসারদের উদাসীনতাকে বিঁধে কড়া বার্তা দেন ফিরহাদ। অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বেও রয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি অভিযোগ আসে মেয়রের কাছে। অভিযোগ পেয়ে বেজায় ক্ষুব্ধ হন মেয়র। ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ফিরহাদ বলেন, মানুষ আমাদের ‘চোরপোরেশন’ এই জন্যেই বলে।

অভিযোগকারী ২০২২ সালে একটি ফ্ল্যাট বুক করেছিলেন। ৬৭ ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৩/১ আর কে চ্যাটার্জি রোডের সেই ফ্ল্যাটটি পরবর্তীকালে বেআইনি বেরোয়। নির্মাণ নিয়ে মামলা হাই কোর্টে ওঠে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ পরবর্তীকালে নির্মানটি ভাঙার নির্দেশ দেন। কিন্তু তিন বার নির্মাণ ভাঙার নাম করে গিয়ে বেআইনি ভাবে বারান্দা কাজ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে মেয়র ডিজি বিল্ডিংকে বিষয়টি ব্যাখ্যা করার কথা বললে ডিজি জানান, আইন বিভাগ জানিয়েছে, লোয়ার কোর্টের তরফে নির্মাণ ভাঙার নির্দেশ খণ্ডন করা হয়েছে। তাই ভাঙার কাজ করা যায়নি।

উত্তরে ক্ষুব্ধ হয়ে ফিরহাদ বলেন, আপনি আইন জানেন না। আপনার অসুবিধাগুলো আমাকে জানান না কেন? মানুষ আমাদের ‘চোরপোরেশন’ বলে। এই অযোগ্যতার কারণেই এসব বলা হয়। মানুষের কাজ করতে গেলে অনিয়মিত হলে হয়না। মানুষের কাছে পুরসভার সুনাম করতে হলে কাজ করতে হবে।’

ফিরহাদের সংযোজন, এ ধরনের ঘটনা আমাকে জানানো হলে পুলিশ কমিশনারকে বলে ফোর্স নিয়ে গিয়ে আমি নিজে ভাঙার দায়িত্ব নেব। যে কোনও অবৈধ নির্মাণই পুরসভার কাছে থাপ্পড়ের সমান। কিছু ঘটলে আমাকে নিয়ে টানাটানি হয়। আপনাদের দোষে আমাকে কলঙ্কিত হতে হয়।