কলকাতা পুরসভা এবার এক নতুন নিয়ম আনতে চলেছে। যার ফলে বড় আবাসন প্রকল্পে অতিথিদের গাড়ি রাখার জন্য আলাদা পার্কিংয়ের জায়গা রাখা বাধ্যতামূলক হবে। পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, যেসব আবাসনের আয়তন পাঁচ হাজার বর্গমিটার বা তার বেশি, সেগুলিতে ‘ভিজিটর পার্কিং স্পেস’ রাখা হবে বাধ্যতামূলক। এই নিয়ম চালু করতে ‘বিল্ডিং রুল ২০০৯’-এ সংশোধন আনা হবে। খসড়া সংশোধনী অনুযায়ী, ১৫ হাজার বর্গমিটারের বেশি আয়তনের এবং অন্তত ১০০টি ফ্ল্যাটযুক্ত আবাসনকে ‘বড় আবাসন’ হিসেবে ধরা হবে। সেই ধরনের প্রকল্পে কমপক্ষে ১০০ বর্গমিটার জায়গা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত রাখতে হবে।
Advertisement
এই সিদ্ধান্তের আগে নির্মাতা সংস্থা, সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেছে পুরসভা। এক আধিকারিক জানিয়েছেন, ‘পুরনো বহু আবাসনে গাড়ি রাখার স্পষ্ট নিষেধাজ্ঞা ঝোলানো থাকে। কোথাও আবার কোনও ব্যবস্থাই নেই। এতে অতিথিরা এলে ভোগান্তি বাড়ে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
Advertisement
এখনও পর্যন্ত ‘বড় আবাসন’ বলে কোনও নির্দিষ্ট সংজ্ঞা ছিল না কলকাতা পুরসভার নিয়মে। এবার তা স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে এবং পাশাপাশি স্বল্পমূল্যের আবাসন নিয়েও নিয়মে নতুন ধারা যুক্ত হচ্ছে। পুরসভার আশা, এই নিয়ম চালু হলে শহরের আবাসন ব্যবস্থা হবে আরও উন্নত, পরিকল্পিত ও বাসযোগ্য।
Advertisement



