• facebook
  • twitter
Monday, 17 March, 2025

এবার থেকে কর নেওয়া হবে এক জায়গাতেই

এতদিন পর্যন্ত কলকাতার বাসিন্দাদের দু’টি আলাদা দপ্তরে কর দিতে হত। একটি পুরসভায়, অন্যটি বিএলআরও দপ্তরে।

ফাইল চিত্র।

শহরবাসীদের জন্য এলো স্বস্তির খবর। এতদিন পর্যন্ত কলকাতার বাসিন্দাদের দু’টি আলাদা দপ্তরে কর দিতে হত। একটি পুরসভায়, অন্যটি বিএলআরও দপ্তরে। এবার সেই জটিলতা দূর হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একবার কর জমা দিলেই হবে। আলাদা করে দুটি দপ্তরে যেতে হবে না।

সাধারণভাবে পুরসভা এলাকার মানুষ কলকাতা পুরসভায় কর দেন। আর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ভূমি সংস্কার দপ্তরে কর জমা করেন। কিন্তু কলকাতার ক্ষেত্রে নিয়মটি ভিন্ন ছিল। তাঁদের পুরসভার পাশাপাশি বিএলআরও দপ্তরেও কর জমা করতে হত। এ নিয়ে দীর্ঘদিন ধরে নাগরিকদের মধ্যে অসন্তোষ ছিল। কেন সারা রাজ্যের নিয়মের থেকে কলকাতার জন্য আলাদা নিয়ম থাকবে, সেই প্রশ্নও উঠেছিল বহুবার।
তবে এই কর ব্যবস্থা পরিবর্তন করা কলকাতা পুরসভার একার হাতে ছিল না। বিএলআরও দপ্তরের কর বা মিউটেশন প্রক্রিয়া বন্ধ করতে হলে আদালতের অনুমতি দরকার। কিন্তু শহরবাসীর সমস্যা কমাতে কলকাতা পুরসভা ও ভূমি রাজস্ব দপ্তরের মধ্যে আলোচনা হয়। সূ

ত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে যে, জিএসটির মতো কর আদায়ের নতুন পদ্ধতি চালু হবে। যেখানে একবার কর জমা দিলেই পুরসভা ও বিএলআরও নিজেদের অংশ বুঝে নেবে। ফলে বাসিন্দাদের আর আলাদা করে দু’জায়গায় কর জমা দিতে হবে না। ইতিমধ্যেই কলকাতা পুরসভা এই বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের অনুমোদন পেলেই নতুন এই নিয়ম কার্যকর হবে, যা শহরবাসীর জন্য বড় স্বস্তি বয়ে আনবে।