• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

বেআইনি নির্মাণ ভাঙতে কাউন্সিলরের বাধা, ক্ষোভে পুরসভার ইঞ্জিনিয়াররা

ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন।

ফাইল চিত্র।

মঙ্গলবার কলকাতা পুরসভার ১৩৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি বেআইনি বাড়ি ভাঙতে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা। অভিযোগ, ১৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারী তাঁর দলবল হাজির হন ঘটনাস্থলে। বাড়ি ভাঙতে বাধা দেন তিনি। ওয়াসিম ইঞ্জিনিয়ারদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদ করে কাউন্সিলরের শাস্তির দাবি জানান পুরসভার ইঞ্জিনিয়ারদের সংগঠন।

ইঞ্জিনিয়ারদের তরফে বলা হয়, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়। কলকাতার মহানাগরিক কোমর বেঁধে নেমেছেন যাতে কলকাতা পুরসভায় একটাও বেআইনি বাড়ি নির্মাণ না হয় এবং অবিলম্বে বেআইনি বাড়ি ভেঙে ফেলা যায়। আমরাও মহানাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি।
আমাদের আশা অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে মেয়র অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবেন। আমাদের ইঞ্জিনিয়ারা ওই বোরোয় কাজ করতে ভয় পাচ্ছেন। নিরাপত্তার অভাব বোধ করছেন।’

ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এদিন বলেন, ‘যদি তিনি এমনটা করে থাকেন, তাহলে অন্যায় করেছেন। পুর কর্মীরা হলেন আমাদের সহায়ক। তাঁরা আমাদের সঙ্গে থেকে মানুষের সেবা করেন। আইনত ব্যবস্থা হবে। যারা বেআইনি নির্মাণ করে, তারা সমাজের ক্ষতি করে, অন্যায় করে। যখন গার্ডেনরিচের মতো একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায়। বেআইনি নির্মাণ আটকানোর দায়িত্ব প্রশাসনের। আমাদের সকলের প্রশাসনকে সহযোগিতা করা উচিত।’