কেওড়াতলায় আগুন, পুড়ে ছাই দোকান, ঘটনাস্থলে মেয়র

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেওড়াতলা মহাশ্মশানের উল্টো দিকের একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়িতেও, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।

স্থানীয়দের মতে, হঠাৎই দোকানে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল কলকাতা পুরসভার জল সরবরাহের একটি গাড়ি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে পরিস্থিতি বেগতিক দেখে দমকলকে খবর দেওয়া হয়।

ঘটনায় এক ব্যক্তি গুরুতর অগ্নিদগ্ধ হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।


এই ঘটনার কিছুক্ষণ পরই নবান্নের উদ্দেশে রওনা হওয়া কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কালীঘাটের কাছে খবর পেয়ে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িগুলি ঘুরে দেখেন তিনি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

মেয়র আশ্বাস দিয়েছেন, যাঁদের বাড়ি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের পুরসভা পাশে থাকবে। প্রয়োজনে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় তাঁদের জন্য নতুন বাড়ির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই দমকল বিভাগ আগুন লাগার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।