আরজি কর কাণ্ডের একমাত্র দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা না হওয়ায় অখুশি তৃণমূলের অন্দরমহলও। এ ব্যাপারে নিজের হতাশার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঘরোয়া পরিসরে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য তাই। তাঁর মতে, সঞ্জয়ের মতো ধর্ষকদের একমাত্র সাজা হওয়া উচিত ফাঁসি। জেলে খাইয়ে, পরিয়ে অপরাধীদের পিছনে বিপুল অর্থ খরচ করাটা মোটেও যুক্তিসঙ্গত নয়। ঘনিষ্ঠ মহলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই!
ফাঁসি-ই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয় রায়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন।’ সূত্রের খবর, সেই সঙ্গে অভিষেকের আরও সংযোজন, ‘সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করেছে। কিন্তু আরজি কর-কাণ্ডের ক্ষেত্রে তা হল না!’ এই নিয়ে আক্ষেপের সুর চড়িয়েছেন সাংসদ।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের ঠিক পরেই ধর্ষকের এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক। বলেছিলেন, ‘সাত দিনের মধ্যে আইন করে এনকাউন্টার করা উচিত ধর্ষকদের।’ শুধু তাই নয়, কড়া আইনের লক্ষ্যে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ বিলও পাস করে তৃণমূল সরকার। এমনকি অপরাজিতা বিলে রাষ্ট্রপতির অনুমোদন না মিললে সাংসদের অধিকার হিসাবে ধর্ষণবিরোধী প্রাইভেট মেম্বার বিল আনার পক্ষেও জোরালো সওয়াল করেছিলেন অভিষেক। এবার ধর্ষকের আমৃত্যু কারাদণ্ডের রায়ে কার্যত হতাশা প্রকাশ করলেন অভিষেক। রাজনৈতিক মহল বলছে, কলকাতা ও রাজ্য পুলিশের প্রসঙ্গ টেনে অভিষেক আসলে সিবিআইয়ের প্রতি অনাস্থাকেই উস্কে দিতে চেয়েছেন।