ব্যাঙ্কের লকার থেকে চুরি করে আমোদ! গ্রেপ্তার কসবার দাদা বোন

ফাইল চিত্র

ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার সামগ্রী চুরি, তারপর সেই সামগ্রী ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন! কলকাতা পুলিশের ফাঁদে খোদ ব্যাঙ্ককর্মী এবং তার দাদা।

পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিট থানা এলাকার এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মী মৌমিতা সি (৩০) ব্যাঙ্কের লকার থেকে সোনা-হিরের মতো একাধিক দামী অলংকার চুরি করে। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা। অভিযোগ, এই টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি, দামী মোবাইলের মতো একাধিক সামগ্রী কেনা হয়।

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বর মাসে। পার্কস্ট্রিটের ওই ব্যাঙ্কের এক গ্রাহক থানায় চুরির অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবা করা হয় মৌমিতাকে। আর সেখানেই ধরা পড়ে অসঙ্গতি। পরে পুলিশি জেরার মুখে সে স্বীকার করে ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার সামগ্রী চুরি করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মৌমিতার দাদা মিঠুন সি (৪২)-কে।


শুক্রবার রাতে মহিলার কসবার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল সামগ্রী। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা নগদ, ৭৪৮ গ্রাম সোনার অলংকার। যার বাজার মূল্য ৫৬ লক্ষ টাকার বেশি বলেই জানিয়েছে পুলিশ।