• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

ফের সিপিএম-এর নতুন কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার

এবার হ্যাটট্রিক করলেন কল্লোল মজুমদার। পরপর তিনবার সিপিএম-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক হলেন তিনি। তাঁর সঙ্গে জেলা কমিটিতে স্থান পেয়েছেন আরও ৬৫জন। সব মিলিয়ে মোট ৬৬জন এই কমিটিতে স্থান পেয়েছেন।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

দুর্দিনে দলে গুরুত্ব বাড়ল বামনেতা কল্লোল মজুমদারের। ফের তিনি সিপিএম-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক পদে বহাল রইলেন। তাঁকে দলের এমন গুরুত্বপূর্ণ পদে রেখে দেওয়া হলেও শহরের জেলা কমিটি থেকে বাদ পড়েছেন ১২ জন নেতা। এর মধ্যে চার নেতাকে বার্ধক্যজনিত কারণ ও বাড়তি দায়িত্ব থেকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই চারজন বর্ষীয়ান নেতা হলেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, গৌতম বন্দ্যোপাধ্যায় ও অশোক চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, অনাদি সাহু বর্তমানে দলের দুটি দায়িত্বে রয়েছেন। তিনি একদিকে শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক, আবার পার্টির রাজ্য কমিটির সদস্য। অন্যদিকে আবার দেবাঞ্জন চক্রবর্তীও কলকাতা জেলা সিটুর সম্পাদক। সেজন্য তাঁকে জেলা কমিটির বাইরে রাখা হয়েছে। এছাড়াও আরও ৮জন জেলা কমিটি থেকে বাদ পড়েছেন। সূত্রের খবর, এঁরা বার্ধক্যজনিত সমস্যা এবং দুর্বল পারফরম্যান্সের কারণে জেলা কমিটি থেকে বাদ পড়েছেন। তবে বাদ পড়াদের মধ্যে ৩ জনকে নতুন জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

তা সত্ত্বেও দলে এবার হ্যাটট্রিক করলেন কল্লোল মজুমদার। পরপর তিনবার সিপিএম-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক হলেন তিনি। তাঁর সঙ্গে জেলা কমিটিতে স্থান পেয়েছেন আরও ৬৫জন। সব মিলিয়ে মোট ৬৬জন এই কমিটিতে স্থান পেয়েছেন। কমিটি থেকে যে ১২ জন সদস্য বাদ গিয়েছেন, সেই শূণ্যস্থান পূরণ করতে নতুন ১২জন সদস্যকে নেওয়া হয়েছে। তার মধ্যে নতুন তরুণ মুখের মধ্যে রয়েছেন ডিওয়াইএফআই নেত্রী পৌলবী মজুমদার ও জেলার প্রাক্তন এসএফআই নেতা বিকাশ ঝাঁ।