কালীপুজোর দিন বিশেষ মেট্রো পরিষেবা  কবি সুভাষ–দক্ষিণেশ্বরগামী ‍লাইনে

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র। ফাইল চিত্র।

উ‍ৎসবের মরশুমে উপচে পড়া যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে কালীপুজোর দিন বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কালীপুজোর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী রুটে রাতে আরও চার জোড়া বিশেষ মেট্রো চলবে।

কালীপুজোর দিনে প্রত্যেক বছরেই কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকে। এছাড়াও শহরের বিশেষ কিছু জায়গায় ঠাকুর দেখার উৎসাহ থাকে প্রবল। বিশেষত দমদমে বিশেষ কিছু প্যাণ্ডেলে প্রতিমা দর্শনের ভিড় থাকে প্রবল। এই ভিড়ের কথা মাথায় রেখেই কালীপুজোর দিন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ দিনে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়া হয় রাত ৯ টা ৪০ মিনিটে। তবে কালীপুজোর দিনে শেষ মেট্রোর পরেও দু প্রান্ত থেকে আরও চারটি করে বিশেষ পরিষেবা ছাড়বে।
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টা ৪০ মিনিটের পর রাত ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর অন্তর ‘বিশেষ মেট্রো’ চলবে। কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে, তার সূচি— রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ‘বিশেষ মেট্রো’ ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে।
যদিও গ্রীন লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চালানো হবে। সাধারণ দিনে গ্রীন লাইনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রাে পরিষেবা চলে। কিন্তু বৃহস্পতিবার গ্রীন লাইনে মাত্র ৯০টি পরিষেবা চলবে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
প্রসঙ্গত, কলকাতা মেট্রোতে বাকি লাইনগুলোর সূচিতে কোনও পরিবর্তন হয়নি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কালীপুজোর দিন মেট্রােতে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু থাকবে। কোনওভাবেই মেট্রােতে আতজবাজি বা অন্যান্য দাহ্য বস্তু নিয়ে ভ্রমণ করা যাবে না।