নয়া বছরে সরকারের উপহার, চালু হতে চলেছে কালীঘাটের বহুপ্রতীক্ষিত স্কাইওয়াক

মেয়র ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

কলকাতাবাসীদের জন্য ইংরেজি নববর্ষে নতুন চমক দিতে চলেছে তৃণমূল সরকার। আগামী জানুয়ারি মাসের মধ্যেই কালীঘাটের বহুপ্রতীক্ষিত স্কাইওয়াক তৈরির কাজ শেষ করে তা চালু হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

গত শুক্রবার কলকাতা কর্পোরেশনে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। মেয়র ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন মেয়রের পারিষদ দেবাশিস কুমার, পৌর কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়া হকারদের সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ফিরহাদ জানান, ‘আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।’

কর্পোরেশনের সূত্র মারফৎ জানা গিয়েছে, স্কাইওয়াক তৈরির কাজ অনেক আগেই শেষ হয়ে যেতো। কিন্তু তাতে বাধ সেধেছে নানা বিপর্যয়। বিশেষ করে করোনার কারণেও এই কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছিল। স্কাইওয়াক তৈরি করতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রায় ৮০ কোটি টাকার মতো খরচ হয়েছে। স্কাইওয়াক তৈরির সময়ে ওই সমস্ত জায়গা থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁরা তাই বর্তমানে হাজরা পার্কে নিজেদের কর্মস্থল উঠিয়ে নিয়ে গিয়েছেন। সেই সমস্ত হকারদের কালীঘাটে পুনর্বাসন দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে কর্পোরেশনের তরফে। হকারদের কাছ থেকে আরও ১ মাস সময় চেয়ে নেওয়া হয়েছে এই জন্য। আগামী ২ মাসের মধ্যে বর্তমানে হাজরা পার্কে কর্মরত সমস্ত হকারের বৈধ তালিকা প্রস্তুত করে কালীঘাটের নবনির্মিত মার্কেটে পুনর্বাসন করা হবে, এমনটাই জানিয়েছেন ফিরহাদ। এর ফলে হকাররাও খুশি। স্কাইওয়াক তৈরির খবরে খুশি নগরবাসীও।