রবির কিরণের অনুষ্ঠান

সম্প্রতি রবির কিরণ, পিয়ানিসিমো ও ভিসুয়াল অডিও থিয়েটারের মিলিত প্রয়াসে আইসিসিআর-এ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সায়ন্তনী গুপ্তর ‘অখণ্ড গীতবিতান’-এর চতুর্থ পদক্ষেপ (রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যায়ভিত্তিক গানের সংকলন অডিও ভিসুয়াল ফরম্যাট)-এর উদ্বোধন করলেন সুরঞ্জন রায়, ডা. পূর্ণেন্দুবিকাশ সরকার, দেবাশিস সাহা ও বর্ণালী সরকার। এই অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল সায়ন্তনীর একক নিবেদন। সঙ্গে সরোদ, বাঁশি, কি-বোর্ড ও তবলার মিশ্রণে গান এক অন্য মাত্রা পায়। দ্বিতীয়ার্ধে সায়ন্তনীর পরিচালনায় অনুষ্ঠিত হয় ‘মুক্তি’। নৃত্য নির্দেশনায় ছিলেন রাহুল সিনহা। সঙ্গীত আয়োজনে দেবাশিস সাহা। অংশগ্রহণ করেছিলেন রবির কিরণ ও কলার্পনা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠান সবার নজর কেড়ে নিয়েছিল।