• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

‘ওইদিনই পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইবে, হুমকি দিয়েছিলেন নির্যাতিতার পাড়ার প্রাক্তন কাউন্সিলর’, বিস্ফোরক আরজি করের চিকিৎসক

সেকারণেই তাড়াহুড়ো করে পোস্টমর্টেম শেষ করা হয়েছিল। তিনি আরও বলেন,ওই প্রাক্তন কাউন্সিলর মৃতা ছাত্রীর বাড়ির এলাকার। কিন্তু তাঁর নাম তিনি জানেন না।

আরজি করের নির্যাতিতা ও খুন হওয়া চিকিৎসক ছাত্রীর পোস্ট মর্টেমে অত্যন্ত তাড়াহুড়ো করা নিয়ে সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছিল প্রথম থেকেই। এবার সেই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস।

প্রসঙ্গত রবিবার সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ডাক্তার অপূর্ব বিশ্বাসকে। এদিন প্রায় সাড়ে ছ’ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,’নিজেকে মৃতা ডাক্তার ছাত্রীর কাকা পরিচয় দেওয়া এক প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তিনি বলেছিলেন, ওইদিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে।’ সেকারণেই তাড়াহুড়ো করে পোস্টমর্টেম শেষ করা হয়েছিল। তিনি আরও বলেন,ওই প্রাক্তন কাউন্সিলর মৃতা ছাত্রীর বাড়ির এলাকার। কিন্তু তাঁর নাম তিনি জানেন না।