• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ঝলসে মৃত্যু গৃহকর্তার, প্রাণে বাঁচলেন মা, স্ত্রী-সহ কন্যা

কীভাবে আগুন? তা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও দমকলের প্রাথমিক অনুমান, জ্বলন্ত সিগারেট থেকে ছড়াতে পারে আগুন।

প্রতীকী চিত্র।

সল্টলেকের এক বাড়িতে আগুনে ঝলসে মৃত্যু হল গৃহকর্তার। মৃতের নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায় (৪৭)। সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিধাননগর উত্তর থানা এলাকার সল্টলেক ডিবি ব্লকের ৪ নম্বর বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, রাতে তিনতলা বাড়ির পিছন দিক থেকে আগুন বের হতে দেখতে পান তাঁরা। তারপর দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঘর থেকে সকলকে বের করে আনা গেলেও উদ্ধার করা যায়নি দেবর্ষিকে। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁর ঝলসানো দেহ বের করে নিয়ে আসা সম্ভব হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন দেবর্ষিকে।

সূত্রের খবর, মা তপতী গঙ্গোপাধ্যায়, স্ত্রী নিবেদিতা গঙ্গোপাধ্যায় এবং বছর ছয়ের কন্যা সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন পেশায় রেলের ঠিকাকর্মী দেবর্ষি। এ দিন রাতে আগুন লাগার সময় পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন মা। আগুন লেগেছে বুঝে মাসহ স্ত্রী এবং কন্যাকে বের করে দেন তিনি। তবে আগুনের গ্রাসে আটকে পড়েন নিজে।

কীভাবে আগুন? তা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও দমকলের প্রাথমিক অনুমান, জ্বলন্ত সিগারেট থেকে ছড়াতে পারে আগুন। অন্যদিকে সম্প্রতি বাড়িতে ফলস সিলিঙয়ের কাজ করাচ্ছিলেন দেবর্ষিবাবু। ফলে বাড়িতেই মজুত ছিল দাহ্য পদার্থ, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে বেশি সময় নেইনি বলেই অনুমান দমকলের। এ দিকে রাতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। কীভাবে আগুন, তা জানতে বাড়ির ফরেন্সিক তদন্ত করা হবে বলেও জানান তিনি।