হাওড়া ময়দান-এসপ্লানেড পূর্বমুখী মেট্রো পরিষেবায় বদল

গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবায় আসছে বিশেষ বদল। সোমবার থেকে নতুন নির্দেশ কার্যকর হচ্ছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো রুটে কাজ চলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী মেট্রো পরিষেবার পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। যদিও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পশ্চিমমুখী মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে যেসব যাত্রীরা কলকাতা থেকে হাওড়াতে যাবেন লোকাল বা দূর পাল্লার ট্রেন ধরার জন্য, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত মূলত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটি রুট। মেট্রো পরিষেবা চালু করতে গেলে গোটা রুটে একটি সফটওয়্যার স্থাপন করতে হবে। তা সত্ত্বেও শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ অসম্পূর্ণ থাকায় রুট ভেঙে পরিষেবা দেওয়া হচ্ছে। সেজন্য দুটি আলাদা সফটওয়ারের মাধ্যমে মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু এই গোটা রুটে অভিন্ন সফটওয়্যার চালু করতে গেলে বর্তমানের সফটওয়্যার বাতিল করতে হবে। যা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার।

এদিকে জানুয়ারিতে বউবাজারের ক্ষতিগ্রস্ত টানেল মেরামতির কাজ শেষ হবে। তারপর ট্রায়াল রান। কিন্তু সেই ট্রায়াল রান করতে গেলে দীর্ঘ সময় যাত্রী পরিষেবা বন্ধ রাখতে হবে। তাই প্রথমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে প্রয়োজনীয় যান্ত্রিক কাজ শেষ করতে চাইছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যার জন্য এই সিদ্ধান্ত।