পুড়ে ছাই হাওড়ার পাটকল, প্রভূত ক্ষতির আশঙ্কা

প্রতীকী চিত্র।

কথায় আছে আগুন সর্বগ্রাসী। সচক্ষে তারই নিদর্শন দেখলেন হাওড়াবাসী। বেলা তখন আড়াইটে। হাওড়ার লিলুয়ার একসরা এলাকার জুটমিলে নিত্যদিনের মতোই কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ-ই তাঁদের চোখে পড়ে তাঁত ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। পাটকল হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী আকার নেয়। পুড়ে যায় কারখানার একাংশ।
দমকলে খবর দিলেও প্রাথমিকভাবে, শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন। কারখানার আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। ছুটে আসে এলাকাবাসীরা। কি কারণে এমন ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে তা বোঝা যায়নি।
তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। জানা গিয়েছে, কারখানায় কাজ করে প্রায় ৫০০ জন কর্মী। আগুন দেখে এক মুহূর্ত বিলম্ব করেনি শ্রমিকরা। তা সত্ত্বেও পুড়ে গিয়েছে কারখানার বড়ো অংশ। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলেছে।