রাত তখন সাড়ে ৯টা। হঠাৎই বাড়ির লোকেরা দেখেন আগুন জ্বলছে বাড়িতে। আতঙ্কে কোনোরকম বাড়ি থেকে বেরিয়ে আসেন ৭/১, পদ্মপুকুর লেনের বাড়ির সদস্যরা। তাঁদের চিৎকারে ছুটে আসে স্থানীয় লোকেরাও। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে, স্থানীয় লোকেদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছিল। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বৃহস্পতিবার রাতে পদ্মপুকুর লেনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আগুন লাগলো কিভাবে?
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই অগ্নিকান্ড নিছক দুর্ঘটনা নয়। ইদানিং তাঁদের বাড়িতে প্রোমোটারের নজর পড়েছিল। চক্রান্ত করেই এই অগ্নি-সংযোগ করা হয়েছে।
তাঁরা জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে বাড়িতে আগুন লাগানো হয়েছে। প্রোমোটারের লোকেরাই এই কান্ড করেছে। বেশ কয়েকদিন ধরেই তাঁদের বাড়িকে টার্গেট করা হয়েছিল। বাড়ি ছাড়ার জন্য তাঁদের চাপ দেওয়া হয়। কিন্তু তাঁরা রাজি হননি। আর সেই কারণেই ভয় দেখাতে এমন ঘটানো হয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি চারপাশ পরিদর্শন করে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গেও কথা বলেন। মেয়র তাঁদের আশ্বাস দিয়েছেন সমস্ত ঘটনাটির তদন্ত হবে। আপাতত বাড়িটি ঘিরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। নিছকই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ভাবে অগ্নি সংযোগ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।