• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

রাতের শহরে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু প্রৌঢ়ার

শীতের রাতে শহর কলকাতায় ভয়াবহ আগুন। আর তার জেরেই মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম বেবি মণ্ডল (৬৫) বলে জানা গিয়েছে।

প্রতীকী ছবি

শীতের রাতে শহরে ভয়াবহ আগুন। আর তার জেরেই মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম বেবি মণ্ডল (৬৫) বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে দক্ষিণ শহরতলির গড়ফা থানা এলাকার কালীতলা রোডের এক বাড়িতে। মধ্য রাতে যখন সকলেই ঘুমে কাতর, তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বাড়ি। তারপর স্থানীয়েরা দ্রুত দমকলে খবর দিলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত দুটো নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

দমকল ও পুলিশ সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আসার পরেও সাড়া মেলেনি প্রৌঢ়ার। পরে পুলিশ এবং দমকলের কর্মীরা ঘরের ভিতর থেকে বেবি মণ্ডলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, ধোঁয়ায় দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন হলেও, প্রকৃত কারণ জানতে ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।