• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, এক জনের মৃত্যু, আহত তিন

বারুইপুর থেকে গড়িয়ার দিকে আসার পথে সোনারপুরের কাছে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে উল্টে যায়।

প্রতীকী চিত্র

বারুইপুর থেকে গড়িয়ার দিকে আসার পথে সোনারপুরের কাছে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার ভোরে বারুইপুর থেকে বাইপাস ধরে গড়িয়ার দিকে যাচ্ছিল গাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে চালক ছাড়াও ছিলেন তিন জন আরোহী। চৌহাটি বাইপাসের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। যদিও বাকি তিন জনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়িটির উচ্চ গতিই দুর্ঘটনার কারণ। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।