• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

কলকাতায় এইচএমপিভি, আতঙ্কের কারণ নেই

আদতে মুম্বইয়ের বাসিন্দা সেই শিশু মা-বাবার সঙ্গে কলকাতায় এসেছিলো। সুস্থ হওয়ার পর ফের সে ফিরে গিয়েছে মুম্বই।

একযোগে ভারতের তিন রাজ্যে হদিশ মিলল এইচএমপিভি আক্রান্ত শিশুদের। কলকাতায় ছয় মাসের এক শিশুর দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে। যদিও কয়েক সপ্তাহ আগে আক্রান্ত সেই শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে আগেই।

জানা গিয়েছে, আদতে মুম্বইয়ের বাসিন্দা সেই শিশু মা-বাবার সঙ্গে কলকাতায় এসেছিলো। সুস্থ হওয়ার পর ফের সে ফিরে গিয়েছে মুম্বই। এছাড়া গুজরাতের আহমেদাবাদের এক শিশু এবং কর্ণাটকের বেঙ্গালুরু দুই শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। প্রত্যেকের শরীরে এইচএমপিভির উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরা পরীক্ষার নির্দেশ দেন। সেই রিপোর্টই পজিটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এইচএমপিভির উপসর্গর মধ্যেই রয়েছে– নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা জ্বর, গায়ে র‍্যাশ বেরনো। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। এই ভাইরাসে প্রাণহানির আশঙ্কা কম।

এদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। বৈঠক করে মুখ্যসচিব গাইড লাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইড লাইন এলে তা মেনে চলবে রাজ্য সরকার।