• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নিখোঁজ নাবালিকা মামলায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের 

চলতি বছরে ২২ এপ্রিল পুরুলিয়ার মফস্বল থানাতে অভিযোগ করেন

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর এজলাসে উঠে পুরুলিয়া জেলার মফস্বল থানা এলাকায় এক নিখোঁজ নাবালিকা সংক্রান্ত মামলা।এদিন ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট থানার কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে।এর পাশাপাশি আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ওই নিখোঁজ নাবালিকা কে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী সৌগত মিত্র – সোমা চক্রবর্তী। আদালত সুত্রে প্রকাশ  নাবালিকার চলতি বছরে ২২ এপ্রিল পুরুলিয়ার মফস্বল থানাতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন ইন্ডিয়ান পেনাল কোড এর ৩৬৩ ও ৩৬৫ ধারা অনুযায়ী। নাবালিকার পিতার অভিযোগ পুলিশ তার কন্যা পুনরুদ্ধারের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি।

গত ১৬ ই আগস্ট নাবালিকার পিতা পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা  হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করেন। নাবালিকার পিতা সুকদেব বাবুর মূল অভিযোগ তার নাবালিকা কন্যা কে তার গৃহশিক্ষক দেব দেঘরিয়া গাড়িতে করে তুলে নিয়ে যায়। তার মূল অভিযোগ ঐ গৃহশিক্ষকের বিরুদ্ধে। সুকদেব বাবু পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত এর বাবা কে আটক করেছে বলে জানা গেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর।