বিহারে তৈরি ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে পাসপোর্টের আবেদন করার অভিযোগ। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক যুবক। শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আজাদ আলম। তিনি গার্ডেনরিচ থানা এলাকার বাতিকলের বাসিন্দা। জেরায় ধৃত স্বীকার করেছেন, গয়া থেকে তিনি এই জাল বার্থ সার্টিফিকেট বানিয়েছিলেন। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সম্প্রতি ওই যুবক পাসপোর্টের আবেদন জানান। তার জন্য প্রয়োজনীয় নথি হিসাবে একটি জন্ম শংসাপত্রও জমা দেন অভিযুক্ত। সেই নথি যাচাই করতে গিয়েই সন্দেহ হয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকদের। তাঁরা খোঁজখবর নিয়ে জানতে পারেন, সেই শংসাপত্রটি ভুয়ো। এরপরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, অভিযুক্ত আজাদ বিহারের এক ব্যক্তির মাধ্যমে শংসাপত্র বানিয়েছিলেন। পুলিশের মতে, বিহারের ওই ব্যক্তি জাল নথি তৈরির চক্রের অন্যতম সদস্য। এর আগেও বিহারে তৈরি জাল জন্ম শংসাপত্র এসেছিল এসসিও-র হাতে।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলির মধ্যে ১২০টির ‘মালিক’ বাংলাদেশি নাগরিক। বিভিন্ন ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্টগুলি বানানো হয়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে ধরা পড়েছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই থেকে রাজ্যে পুলিশের হোমগার্ডও। এই কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তও গ্রেপ্তার হয়েছে। তাঁর সঙ্গে পুলিশের প্রাক্তন কর্মীর যোগসূত্রের স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা।’