দুর্গাপুজোয় কলকাতার রাজপথে নামে জনপ্লাবন। কিন্তু কালীপুজোয় সেই ভিড় গিয়ে পৌঁছয় উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতে। কলকাতার দুর্গাপুজোর মতোই বারাসতের কালীপুজোয় বড় বড় ক্লাবগুলির মধ্যে চলে সমানে-সমানে টক্কর। দীর্ঘ বছরের ঐতিহ্য মেনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বারাসত শহরের পুজো মণ্ডপগুলিতে। একদিকে থিম-সজ্জা, চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং অন্যদিকে অসাধারণ মাতৃ প্রতিমা – সব মিলিয়ে সুনিপুণ দক্ষতায় এক অনবদ্য রূপ ধারণ করে জেলা সদর।
তবে এবার বারাসতের কোথায় কী থিম হয়েছে জানেন? এবছর জেলা সদরে এলেই দর্শনার্থীরা দেখতে পাবেন কৈলাস থেকে বৃন্দাবনের প্রেম মন্দির একাধিক সহ ঐতিহাসিক স্থাপত্যের আদলে নির্মিত মণ্ডপ। এরই মধ্যে বিশেষ ভাবে নজর কাড়তে চলেছে বারাসত কেএনসি রেজিমেন্ট কালীপুজো, এ বছরের তাঁদের থিম যোধপুরের ‘উমেদ প্যালেস’। ৬৫ তম বর্ষে পদার্পণ করা এই কালীপুজো রাজস্থানের যোধপুরের চমক দেবে বারাসতে। মণ্ডপের উচ্চতা প্রায় ৬০ ফুট এবং মণ্ডপের সঙ্গে সংহতি রেখেই তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। তবে বিশেষ আকর্ষণ, কেএনসি রোড জুড়ে থাকা রকমারি আলো। চন্দননগর ও দিল্লী থেকে এই আলোকসজ্জা আনা হচ্ছে বলে জানিয়েছে পুজো কমিটি।
বারাসত রেল স্টেশন সংলগ্ন পায়োনিয়ার ক্লাবের থিম ‘লক্ষ্য’। প্রতিবারই নানা ধরণের চমক নিয়ে আসে এই ক্লাব, ব্যতিক্রম হবে না এবারও। এরপরই বিশেষ উল্লেখযোগ্য, বারাসত আমরা সবাই ক্লাবের থিম ‘কৈলাস পর্বত’। এই মণ্ডপটি তার এলইডি লাইট শো-এর জন্য বিখ্যাত। এ বছরও তার ব্যতিক্রম হবে না। নবপল্লী বয়েজ স্কুল লাগোয়া এই কৈলাসের সামনেই থাকছে মানস সরোবর। চোখ ধাঁধানো আলোর কারসাজিতে কৈলাস পর্বতের মনোমুগ্ধকর রূপ তুলে ধরা হবে। মণ্ডপের উচ্চতা ৮৭ ফুট। মণ্ডপের ভিতরে ১৮ ফুট উচ্চতায় পাহাড়ের উপরে অধিষ্ঠান মাতৃপ্রতিমার। দেবীর উচ্চতা ১৫ ফুট। বারাসত সন্ধানী ক্লাবের থিম রাশিয়ার ‘সেন্ট মাইকেল’স ক্যাথিড্রাল’। এই মণ্ডপের উচ্চতা ৮০ ফুট, চওড়ায় ৮১ ফুট। সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের বৃক্ষ ও জলের ফোয়ারা।
এবছরও চমক থাকছে কলোনীমোড় লাগোয়া নবপল্লী সার্বজনীনের ৪৫তম বর্ষের পুজোয়। তাদের মণ্ডপ তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। মণ্ডপের উচ্চতা ৮০ ফুট। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমায় থাকছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর ছোঁয়া। প্রেম মন্দিরে রাধাকৃষ্ণের বিভিন্ন দৃশ্যকল্পের সাজ দর্শনার্থীদের এক অন্য রকম অভিজ্ঞতা দেবে। বারাসত-ব্যারাকপুর রোড সংলগ্ন ছাত্রদলের ৫৫ বর্ষের পুজো মণ্ডপের থিম দক্ষিণ ভারতের ‘নারায়ন মন্দির’। মণ্ডপের উচ্চতা ৫৪ ফুট। মণ্ডপ জুড়ে থাকছে দক্ষিণ ভারতের সংস্কৃতি এবং মণ্ডপের বিশেষ আকর্ষণ, তিরুপতির আদলে তৈরি মাতৃ প্রতিমা। বালক বৃন্দ স্পোর্টিং ক্লাবের থিম অমৃতসরের ‘স্বর্ণমন্দির’। হলুদ আলো এবং কাচের কারুকাজ মণ্ডপটিকে অপরূপ করে তুলেছে। বারাসত ব্যায়াম সমিতির থিম ‘নদীমাতৃক সভ্যতা’, ঐতিহাসিক স্পর্শ মিলবে এই মণ্ডপে। পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া, বারাসতের টাকি রোড সংলগ্ন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের ৫৮তম বর্ষের ভাবনা ‘দুবাইয়ের ডাউনটাউন’। মণ্ডপের উচ্চতা ১২০ ফুট। তবে মাতৃ প্রতিমা থাকবে সাবেকি সাজে।