• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

বাবুঘাটে অপহরণ

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

প্রতীকী চিত্র।

ছত্তিশগড় থেকে কলকাতায় এসেছিলেন চার যুবক। তবে বাবুঘাট পৌঁছতেই পড়লেই বিপদে।

সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন চারজন। বাবুঘাট পৌঁছতেই এক যুবক তাদের সামনে ইচ্ছাকৃত ভাবে ফোন ফেলে ভেঙে দেন। ফোন ভাঙার অভিযোগ তোলেন ওই চার যুবকের বিরুদ্ধে। সেই জন্য চাওয়া হয় ২৫ হাজার টাকা। তবে টাকা না দিতেই অপহরণ করা হয় দুই যুবককে। সূত্রের খবর, অপহরণের কথা জানতে পেরেই তৎপর হয় কলকাতা পুলিশ। অপহরণকারীদের পুলিশ খুঁজছে এই খোঁজ পেতেই ছেড়ে দেওয়া হয় যুবকদের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।