গত বছরের মার্চ মাসে গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বাড়ি ভাঙার স্মৃতি এখনও তাজা কলকাতাবাসীর মনে। সেই স্মৃতি উস্কে মঙ্গলবার শহরের একটি বহুতল ভয়ঙ্করভাবে হেলে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে। হেলে পড়ার পর দেখা যায়, ফ্ল্যাটের নিচের তলাটি ভেঙে পড়েছে। যদিও বাঘাযতীনের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মঙ্গলবারই চারতলা ফ্ল্যাটটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভা, পুলিশ এবং দমকল আধিকারিকেরা। তাঁদের তদারকিতেই চলছে ভাঙার কাজ।