অবৈধ অনুপ্রবেশ, সোনারপুরে গ্রেপ্তার পাঁচ যুবক

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ। তারপর এ রাজ্যের সোনারপুরে বাস। অর্থসংস্থানের জন্য খুঁজে নিয়েছিল স্থানীয় এক বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ। গোপন সূত্রে খবর পেয়ে এবার পাঁচ অনুপ্রবেশকারীকে পাকড়াও করল সোনারপুর থানার পুলিশ।

রবিবার রাতে সোনারপুর থানা এলাকার বৈকন্ঠপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। তবে পলাতক বাড়ির মালিক। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে অপরিচিত পাঁচ যুবক ওই বাড়িতে ওঠে। নিজেদের কারখানার শ্রমিক বলে পরিচয় দিলেও সেই ভাবে এলাকাবাসীর সঙ্গে কোনওদিন কথা বলতো না। বর্তমানে বাংলাদেশের অরাজক পরিস্থিতি নিয়ে যখন উত্তপ্ত দুই দেশের রাজনীতি। ঠিক তখনই এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। আর সেই সূত্র ধরেই খোঁজ মিলছে একের পর এক অনুপ্রবেশকারীর। ঠিক সেই মতো এলাকায় খোঁজ খবর নিতেই হদিশ মেলে সন্দেহভাজন পাঁচ যুবকের। তাদের আটক করে জেরা করতেই প্রকাশ্যে আসে অবৈধ অনুপ্রবেশের কথা।