• facebook
  • twitter
Wednesday, 19 February, 2025

বারাসতে নির্দল ও বিজেপির পাঁচশো কর্মীর তৃণমূলে যোগদান

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতীকী চিত্র

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বারাসতে দলবদল। বারাসত পুরসভার নির্দল কাউন্সিলর শামসুর নাহার এবং বারাসত ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রঞ্জিত বিশ্বাস-সহ নির্দল ও বিজেপির মোট পাঁচশো কর্মী সমর্থকরা শনিবার যোগ দিলেন তৃণমূলে। মধ্যমগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিনের যোগদান অনুষ্ঠানে বিরোধীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়।

এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শাসকদলের উন্নয়নে শামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি সাংসদ কাকলির। তাঁর ভাষায়, ‘অন্যান্য দলের নেতা, কর্মীরা যখন মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে তৃণমূলে যোগ দেন, সেক্ষেত্রে ওই এলাকায় নিঃসন্দেহে তৃণমূলের শক্তি বৃদ্ধি পায়।’

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংগ্রামী মানসিকতা, মানবিকতা এবং উন্নয়নের ভাবনা যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে ছাত্র কমিটির সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান সাংসদ। এই প্রশিক্ষণ ধাপে ধাপে চলবে। যা নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করবে বলে আশাবাদী সাংসদ কাকলি।

উল্লেখ্য, বারাসত পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শামসুর নাহার তাঁর ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে নিশ্চিতভাবেই নিম্ন স্তরে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল। অন্যদিকে, বারাসত ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন রঞ্জিত বিশ্বাস। তিনি গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তিনিও শতাধিক কর্মী সমর্থক নিয়ে যোগ দিলেন তৃণমূলে।