• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

ধর্মতলা থেকে উদ্ধার জাল নোট, ধৃত এক

ধর্মতলা থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার জাল নোট। সূত্রের খবর, জাল নোটগুলি ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কলকাতায়।

সম্প্রতি শিয়ালদহ লাগোয়া বৈঠকখানা বাজার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আর এবার খাস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার জাল নোট। সূত্রের খবর, জাল নোটগুলি ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মানোয়ার শেখ নামে এক প্রৌঢ়কে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ধৃত মানোয়ার মালদহের কালিয়াচকের বাসিন্দা। মহারাষ্ট্রের নাসিকে মাছের ব্যবসা রয়েছে তার। এসটিএফ সূত্রে খবর, মালদহের মানিকচক থেকে কলকাতায় এসেছিল সে। এখান থেকেই নাসিকের বাস ধরার কথা ছিল তার। সেই খবর এসটিএফের গোয়েন্দাদের কানে পৌঁছতেই কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (পাঁচ) ভি সলমন নিশাকুমারের নেতৃত্বে তল্লাশি চালাতেই ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে পাকড়াও করা হয় সন্দেহভাজনকে।

ব্যাগে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ টাকার মোট ৬টি বান্ডিল। যার মধ্যে ২ লক্ষ ৯৯ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা। আরও জানা গিয়েছে, নাসিক থেকে এই বিপুল পরিমাণ জাল টাকা দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথা ছিল তার। অর্থাৎ, সেক্ষেত্রে ধৃতকে জাল নোট চক্রের কিংপিং বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই জাল নোট চক্রের পিছনে আরও কেউ জড়িত কিনা তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ। একই সঙ্গে তদন্তে জাল নোটের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।