• facebook
  • twitter
Saturday, 28 September, 2024

নির্দেশ মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কি না, খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপ ঘুরে দেখেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মেরাজ খালিদ।

পুজোর মাসখানেক আগেই পুজো উদ্যোক্তাদের একাধিক নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা, প্রবেশ এবং প্রস্থান পথ ঠিক রয়েছে কি না তাও খতিয়ে দেখার নির্দেশ পুলিশকে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখতে বেরোলেন কলকাতা পুলিশের কর্তারা।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপ ঘুরে দেখেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মেরাজ খালিদ। শুক্রবারের পর এবার শনিবারও মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখতে গেলেন তিনি।

কলকাতা পুলিশের পাশাপাশি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন দমকলের কর্তারাও। এদিন বাদামতলা আষাঢ় সংঘের পুজো মণ্ডপ ঘুরে দেখেন মেরাজ খালিদা-সহ কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা। মণ্ডপে গিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি কোন রাস্তা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করবেন এবং কোন রাস্তা দিয়ে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যাবে, সমস্ত কিছু খতিয়ে দেখেন তিনি।

প্রসঙ্গত, প্রতি বছরই পুজো শুরু দিন কয়েক আগেই মণ্ডপের নিরাপত্তা, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ একাধিক গুরুত্বপুর্ণ দিক খতিয়ে দেখেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর)। তারপর অন্তিম মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন কলকাতার নগরপাল।