সুপরিচিত মডেল মাধবীলতা মিত্রদের বাড়ির পুজোটি পঁচিশ বছর ধরে ভবানীপুরের আদিবাড়িতে হলেও, গত দুবছর ধরে তাঁর ভাইয়ের উদ্যোগে হচ্ছে তাঁদের টালিগঞ্জের নতুন ফ্ল্যাটে।
একচালার ঠাকুর সাবেকি প্রতিমা আর ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটে পুজোর দিনগুলি। মাধবীলতা বললেন, ‘আলাদা করে কাউকে নিমন্ত্রণ করা না হলেও মন্দিরে যেমন প্রবেশ অবাধ থাকে- সেভাবেই আমাদের বাড়ির পুজোতেও সবার জন্য অবারিত দ্বার। পাড়া প্রতিবেশীরাও তাঁদের নিজেদের বাড়ি মনে করেই যোগদান করেন এই পুজোয়।
সন্ধিপুজোর প্রদীপ জ্বালানো, পদ্ম নিবেদন করা সবেতেই সকলের সঙ্গে অংশ নেন মাধবীলতাও। প্রথা মেনে চালকুমড়ো বলি দেওয়া হয় মায়ের পায়ে। মাধবীলতা বলেন, ‘আনন্দে কয়েকটা দিন হুড়মুড় করে কেটে গেলেও, দশমীর দিনটা এখনও মন ভার করে। মনে হয় খুব প্রিয়জন কেউ যেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।’
আসলে আমরা প্রতিমা বিসর্জন দিলেও মনে মনে বলি, আবার এসো মা। এই অপেক্ষাই হয়তো বাঙালিকে গোটা একটা বছর অফুরান প্রাণ শক্তিতে ভরে রাখে।