কলকাতার ৬৯টি ঘাটে প্রতিমা নিরঞ্জন, প্রস্তুতি তুঙ্গে

প্রতি বছরের মতো এবছর প্রতিমা নিরঞ্জন উপলক্ষে কলকাতার ঘাটগুলিতে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তিথি অনুযায়ী শনিবার দশমী পড়ে যাওয়ায় ইতিমধ্যেই গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। লালবাজার সূত্রে খবর, গঙ্গার ২৪টি ঘাটের ৬৯টি জায়গায় এবার প্রতিমা বিসর্জন হবে।

কয়েক বছর ধরেই প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এবারও প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গে কাঠামো তুলে ফেলা হচ্ছে। আজ, রবিবার বিকেল থেকে বারোয়ারি দুর্গা প্রতিমার বিসর্জন শুরু হওয়ার কথা, এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে।

যে সমস্ত প্রতিমা রেড রোডে কার্নিভালে সেগুলি প্যান্ডেলেই থাকবে। মঙ্গলবার কার্নিভালের পর ওই সমস্ত প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হবে। শোভাযাত্রা শেষ হওয়ার পর সোজা ঘাটে নিয়ে যাওয়া হবে প্রতিমাগুলিকে। শনিবার রাত পর্যন্ত শহরের ২৫০টি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বাড়ির প্রতিমা।


কলকাতা পুলিশ ও পুরসভার বিশেষ টিম গোটা বিসর্জন পর্বের দেখভাল করছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। নদীবক্ষে বা জলাশয়ে যাতে তাঁরা সহজেই নামতে পারেন, সেজন্য নৌকাও তৈরি রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিটি দলে ছ’জন করে থাকছেন।