বাম আমলে নিয়োগ দুর্নীতির ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে মামলায়। মামলাকারীর দাবি, ২০০৬ সালের নিয়ম অনুযায়ী ওই পদের জন্য শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিরা বিবেচিত হবেন। এমনকী এও ঠিক হয়, স্নাতক বা তার ঊর্ধ্বের শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিরা এই পদের জন্য বিবেচিত হবেন না। কিন্তু তাঁর স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্যে আবেদন করেছিলেন। তিনি চাকরিও পেয়ে যান। বর্তমানে ওই মহিলা বারাসতে কর্মরত রয়েছেন।
ওই মহিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে মামলাকারী ব্যক্তির। । তাঁর অভিযোগ, অবৈধ ভাবে চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী ও অন্য কয়েক জন। গোটা কারচুপিতে যুক্ত দুই বাম নেতার বিরুদ্ধে অভিযোগ করে তদন্ত শুরুর দাবি করা হয়েছে মামলায়। মামলাকারীর দাবি, আবেদন পত্র জমা দেওয়ার পর তাঁর স্ত্রী এবং আরও কয়েক জন চাকরিপ্রার্থী প্রথমে সিপিএমের এক শীর্ষ নেতার দ্বারস্থ হন। তিনি তাঁদের আরএসপির উত্তরবঙ্গের এক মন্ত্রীর কাছে পাঠান। এই দুই নেতার সাহায্যেই চাকরি পান তাঁরা। যাঁরা চাকরি পেয়েছিলেন, সকলের পরিবারই সিপিএমের সমর্থক।
মামলাকারীর অভিযোগ, আগেও তিনি এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পুলিশ–সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানান। ২০১৮, ২০২২ এবং ২০২৫ সালে তিনি অভিযোগ দায়ের করেন। কিন্তু কোনও বারই কোনও পদক্ষেপ করা হয়নি। তাই এবার হাইকোর্টে মামলা করে অবিলম্বে এফআইআর রুজু এবং সিআইডিকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি।