• facebook
  • twitter
Monday, 24 March, 2025

‘শ্লীলতাহানি’, অভিযোগের পর চার দাবিই মানল ডাফ স্কুল

শ্যামপুকুর থানায় অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

উত্তর কলকাতার শ্যামপুকুরের ডাফ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। স্কুলে কাজ করতে আসা রাজমিস্ত্রীরা লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে নানাভাবে ছাত্রীদের ডাকত এবং নানারকম কুপ্রস্তাব দিত। এই কারণে অভিভাবকেরা বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। বেশ কিছু দাবিও তুলেছিল। সূত্রের খবর , স্কুল কর্তৃপক্ষ সেই সব দাবিই মেনে নিয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক অভিযোগ তুলে ডাফ স্কুলের সামনে বিক্ষোভে সামিল হয়েছিল পড়ুয়া এবং অভিভাবকেরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল । অভিযোগ উঠেছে , স্কুলে কাজ করতে আসা রাজমিস্ত্রিরা ছাত্রীদের শ্লীলতাহানি করছিল। এমনকি শৌচাগারে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ছাত্রীদের নানা ভাবে উত্যক্ত করত। ছাত্রীরা সেই নিয়ে শিক্ষিকার কাছে অভিযোগ জানালে সব তাদের মনগড়া কাহিনী বলে দাগিয়ে টিসির হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনায় ক্ষিপ্ত অভিভাবকরা বিক্ষোভের পাশাপাশি নিরাপত্তার জন্য বেশ কিছু দাবিও তুলেছিল।

শুক্রবার অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কর্তৃপক্ষ। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের পক্ষ থেকে তিন জন প্রতিনিধিও ডাফ স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। নিরাপত্তার জন্য সিসিটিভির সংখ্যা বৃদ্ধি, স্কুলে পরিচারিকার সংখ্যা বৃদ্ধি, শৌচাগারে যথাযথ আলোর ব্যবস্থা এবং রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ সব দাবি মেনে নেওয়া হয়েছে। অভিভাবকরা স্কুলের সহযোগিতায় সন্তুষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, শ্যামপুকুর থানায় অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

News Hub