বেলেঘাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডের একটি পরিত্যক্ত কারখানা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন দমকলের কর্মীরা। আশপাশে বস্তি এলাকায় আগুন যাতে না ছড়িয়ে পড়ে, তা দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। কিছু বুঝে ওঠার আগে একের পর এক তেলের ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীই দমকলে খবর দেয়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত ওই কারখানাটি বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। কারখানাটি পরিত্যক্ত হওয়ায় হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। জলে কাজ না হওয়ায় আপাতত ফোমের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে।