• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার এক

খবর পেয়ে প্রগতিময়দান থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধাপা রোডের কাছ থেকে উদ্ধার করলো চকলেট বোম, কালীপটকা, শেলসহ আরও একাধিক নিষিদ্ধ বাজি।

উদ্ধার হওয়া বাজি। নিজস্ব চিত্র

শহরে নিষিদ্ধ বাজি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। শহরের কোনও বাজারে যাতে নিষিদ্ধ বাজি বিক্রি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেছে কলকাতা পুলিশ। অন্যদিকে সাধারণ মানুষকে নিষিদ্ধ বাজি ফাটানো থেকে দূরে থেকে আদালতের নির্দেশ মেনে কালীপুজোর দিন ঘড়ি ধরে দু’ঘণ্টা (রাত ৮টা থেকে ১০টা) সবুজ বাজি ফাটানোর অনুরোধ জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজকুমার ভার্মা। কিন্তু তার পরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। এবার বাড়িতে অবৈধ বাজি মজুত করে রাখার অপরাধে কলকাতা পুলিশের গ্রেপ্তার হল আরও একজন।

বিশেষ সূত্রে খবর পেয়ে প্রগতিময়দান থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধাপা রোডের কাছ থেকে উদ্ধার করলো চকলেট বোম, কালীপটকা, শেলসহ আরও একাধিক নিষিদ্ধ বাজি। সূত্রের খবর, চম্পাহাটি থেকে কেনাএই সমস্ত নিষিদ্ধ বাজি বিক্রির জন্য বাড়িতে রেখেছিল প্রগতিময়দান থানার বাসিন্দা মদন বর (৩৩)। তদন্তে নেমে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।