• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

পুরসভায় ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে প্রতিবাদ

আরজি করের ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পডে় বিক্ষোভ মিছিলে সামিল হন কলকাতা পৌর সংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার আন্ড অ্যালাইড সার্ভিসেসের সদস্যরা৷

প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা৷ বুধবার বেলা ১২টা থেকে পুর ভবনে বিক্ষোভে শামিল হন তাঁরা৷ ইঞ্জিনিয়াররা জানান, মেয়র ফিরহাদ হাকিমের কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য জেরে বিক্ষোভে নামেন তাঁরা৷ প্লাকার্ড, ব্যানার হাতে নিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন৷

গত ৩১ আগস্ট ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম৷ তার পরেই ক্ষোভে ফেটে পডে়ন পৌর ইঞ্জিনিয়াররা৷ তাঁদের অভিযোগ, ‘আগে প্রশাসন নিজেদের মেরুদন্ড সোজা করুক তার পরে তারা ইঞ্জিনিয়ার্স দের বিরুদ্ধে কথা বলবেন৷’ কেএমসি ইঞ্জিনিয়ার্স আন্ড অ্যালাইড সার্ভিসেসের সভাপতি মানস সিনহা অভিযোগ করেন, টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান এবং সম্মানহানি করেছেন৷ পৌর ইঞ্জিনিয়ার সংগঠনের অভিযোগ, গার্ডেনরিচ এলাকায় সিন্ডিকেট চলছে৷ বিগত ১৪ বছরে একটা বাডি়র সিসি করা হয়নি বলে অভিযোগ৷

এদিন হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে, মেয়রের মেরুদন্ড সোজা করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ইঞ্জিনিয়াররা৷ বুধবার কলকাতা পৌর সংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান তাঁরা৷ মিছিল শেষে আবার কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা৷ এদিন আরজি করের ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পডে় বিক্ষোভ মিছিলে সামিল হন কলকাতা পৌর সংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার আন্ড অ্যালাইড সার্ভিসেসের সদস্যরা৷