• facebook
  • twitter
Monday, 21 April, 2025

পদ্মশিবিরের ফাঁদে পা না দেওয়ার বার্তা দেবাংশুর

দেবাংশু দাবি, শুভেন্দু ও সুকান্তকে ক্যামেরার সামনে এসে হাতজোড় করে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে।

ফাইল চিত্র

মুর্শিদাবাদে বিক্ষোভের আগুন। ওয়াকফ অশান্তি নিয়ে টালমাটাল পরিস্থিতি। মৃত্যু হয়েছে ৩ জনের। রবিবার মুর্শিদাবাদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার সাংবাদিক বৈঠক করে পদ্মশিবিরের এক হাত নিয়েছেন তৃণমূল নেতা তথা আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য। মুর্শিদাবাদের ঘটনার প্রসঙ্গে বিজেপির ফাঁদে পা না দেওয়ার বার্তা দিয়েছেন দেবাংশু। এই প্রসঙ্গেই তিনি সন্দেশখালি কথা বলেন। জানান, লোকসভা ভোটের আগে বিজেপি সন্দেশখালিকে হাতিয়ার করেছিল। এবার সেই একই পন্থা অবলম্বন করে বিধানসভা ভোটের আগে ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে পদ্মশিবির।

দেবাংশুর অভিযোগ, বিজেপি শাসিত একাধিক রাজ্য-সহ দেশের নানা প্রান্তের অশান্তি ঘটনা, অগ্নিকাণ্ডের ছবি, বাংলায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হওয়া অশান্তির ছবি বলে দেগে দিচ্ছে বিজেপি। সোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার চালিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, ভুয়ো পোস্টগুলি পরে মুছে দিলেও এই অন্যায়ের জন্য তাঁরা নিজেরা ক্ষমাপ্রার্থনা করছেন না, ভুল স্বীকার করছেন না। যথাযথ প্রমান দেখিয়েই দেবাংশু বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছেন।

দেবাংশু দাবি, শুভেন্দু ও সুকান্তকে ক্যামেরার সামনে এসে হাতজোড় করে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। না হলে বুঝতে হবে তাঁরা মেরুদণ্ডহীন! পাশাপাশি ভুয়ো খবর ছড়িয়ে বাংলার মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে প্রশাসনের তরফে আইনি পদক্ষেপও করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেবাংশু।

মুর্শিদাবাদের ঘটনার পরই মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়েছিলেন। বিজেপি বিভেদের রাজনীতি করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ধুলিয়ানের কথা বলতে গিয়ে দেবাংশুর মুখেও সম্প্রীতির বার্তা শোনা গিয়েছে। তাঁর দাবি, ‘বাংলায় সম্প্রীতি থাকলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ওরা জানে বাংলায় জিততে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেওয়ালটা ভাঙতে হবে। তাই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে বাংলার শান্তিকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।’ বাংলার মানুষকে তাই বিজেপির পাতা ফাঁদে পা না দিতে সতর্ক করে শান্তি বজায় রাখার বার্তাই দিলেন দেবাংশু।